ভোলায় ইলিশ ধরার অপরাধে ২৮ জেলে আটক

দেশ জনপদ ডেস্ক | ২০:৪৬, মার্চ ২৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ২৮ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে ​পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) ভোলার মেঘনার রামদাসপুর, ইলিশা ও ধনিয়া পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। এসময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির পাঁচ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। ভোলা সদর মৎস্য কর্মকর্তা জামাল হোসেন  জানান, ইলিশের অভায়শ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ২৮ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪ জনকে জরিমানা করে বাকিদের ছেড়ে দেয়। ইলিশের অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।