নিজস্ব প্রতিবেদক॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা করেছে বিএনপি। সংগঠনের জেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে মঙ্গলবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, বিএনপি নেতা মন্টু খান, আব্দুল মাজেদ মন্নান মাস্টার, নাসির হাওলাদার, নাসির জমাদ্দার, রিয়াজ মৃধা, রফিকুল ইসলাম, সেলিম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি সহ অন্যান্যরা।
সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে নানা কর্মসূচি নেয় দক্ষিণ জেলা বিএনপি।