বরিশালে ব্যাংককর্মীকে রামদা দেখিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫১, মার্চ ২২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর আলী মার্কেটের কাছে রামদা দেখিয়ে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী হাওয়া নূরের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরের দিকে আলী মার্কেটের কাছেই মোহাম্মদ আলীর একটি পরিত্যক্ত একতলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। হাওয়া নূর জানান, চাঁদপাশা ইউনিয়ন থেকে কিস্তির টাকা সংগ্রহ করে যাত্রীবাহী একটি ভ্যানে অফিসের উদ্দেশ্য রহমতপুরে ফিরছিলেন তিনি। আলী মার্কেটের কাছেই মোহাম্মদ আলীর পরিত্যক্ত একতলা ভবন অতিক্রমকালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে পথরোধ করে। তিনি বলেন, ওই তিন ছিনতাইকারী ভ্যানচালক খোকনকে রামদা দিয়ে আঘাত করার চেষ্টা করে। এতে ভয় পায় ভ্যানচালক। এর এক পর্যায়ে আমার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় ভ্যানে থাকা অন্য যাত্রী রাব্বি ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। রহমতপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান জানান, সঙ্গে সঙ্গে ঘটনাটি বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাকে অবহিত করা হয়। এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার ও পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।