বাউফলে কোভিট ১৯ মোকাবেলায় থানা পুলিশের উদ্যোগে সচেতনতা সভা

দেশ জনপদ ডেস্ক | ২০:০৫, মার্চ ২১ ২০২১ মিনিট

  মোঃ দুলাল হোসাইন,নিজস্ব প্রতিবেদক।। মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ শে মার্চ রবিবার বেলা ১১টায় বাউফল থানা পুলিশের উদ্যোগে থানা ভবন প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে একটি র‌্যালী পৌর শহরের প্রদান সড়ক প্রদিক্ষণকালীন সময়ে পুলিশ বাহিনীর সদস্যগন বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মধ্যে মাস্ক ও লিপলেট বিতরণ করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। (ওসি তদন্ত) মো: মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, প্রেসকাব সাধারণ সম্পাদক মাই টিভি ও দৈনিক ভোরের পাতা'র বাউফল প্রতিনিধি এম অহিদুজ্জামান ডিউক, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সহ আরো অনেকে । ওই সময় বক্তারা কোভিড-১৯ কিভাবে ছড়ায়, লক্ষণ ও দ্বিতীয় ধাপ মোকাবেলায় করনীয় বিষয়ে আলোচনা করেন। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম, আনন্দ টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ'র প্রতিনিধি এম নাজিম উদ্দিন, দৈনিক সকালের সময়'র বাউফল প্রতিনিধি মনিরুজ্জামান হিরণ-সহ জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, এনজিও প্রধানগন, আনসার ভিডিপি সদস্য, ইমাম ও কাজী সমিতির প্রধানগন উপস্থিত ছিলেন।