সৎ বাবার ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী কিশোরী

দেশ জনপদ ডেস্ক | ২২:০৬, মার্চ ২০ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ওই কিশোরীর মামা বাদী হয়ে সৎ বাবা বাদলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেন। স্থানীয়দের বরাত দিয়ে গতকাল শনিবার দুপুরে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বাক প্রতিবন্ধী কিশোরী জন্ম নেয়ার কয়েকবছর পর তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তার মা সিংহদী গ্রামের ছোবানের ছেলে বাদলকে বিয়ে করেন। এরপর তাদের সঙ্গে থাকে সে। তিনি আরও জানান, গত ৫ মাস আগে সৎ বাবা বাদল তার মেয়েকে ধর্ষণ করেন। এরপর পর্যায়ক্রমে একাধিকবার বাদল তার সৎ মেয়েকে ধর্ষণ করে। সর্বশেষ ১৪ মার্চ রাত ১টায় পুনরায় ধর্ষণের শিকার হয় কিশোরী। এতে সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সৎ বাবা এলাকা ছেড়ে পালিয়ে যান। গত শুক্রবার রাতে কিশোরীর মামা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত বাদলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।