বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা

দেশ জনপদ ডেস্ক | ২০:৩০, মার্চ ২০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাত ছাত্রনেতা, শ্রমিক নেতা রুহুল আমিনসহ কার্টুনিস্ট কিশোরের নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষুব্ধ ছাত্র-জনতার সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত সমাবেশে ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজমোহন কলেজ সংসদের সভাপতি কিশোর চন্দ্র বালা’র সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন বরিশালের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে আজাদ, গণফোরাম বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, সিপিবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, অনলাইন প্রেস ইউনিটি মহানগরের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান, তরুণ কবি হুজাইফা রহমান, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নেতা অদিতি সপ্তর্ষি, ছাত্র অধিকার পরিষদ বরিশাল মহানগর সাধারণ সম্পাদক নাইম ফয়সাল মুন্না, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার ছাত্রনেতা হাসিব আহমেদ, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার কোষাধ্যক্ষ সৈকত চন্দ্র দে, মুক্তমনা লেখক কাজল দাস সহ উপস্থিত সাধারণ ছাত্র জনতা। বক্তারা বলেন অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ছাত্রনেতা, শ্রমিক নেতাদের মুক্তি দিতে হবে। লেখক শিল্পী সাহিত্য চর্চা, বক্তব্যের সুযোগ দিতে হবে৷ অন্যথায় কঠোর কর্মসূচি নেয়া হবে। আয়োজকদের পক্ষে সমাবেশের সভাপতি কিশোর চন্দ্র বালা ঘোষণা দেন যতক্ষণ না পর্যন্ত এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি পরিচালনা করবে বরিশালের বিক্ষুব্ধ ছাত্র-জনতা।