পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই

দেশ জনপদ ডেস্ক | ২০:৩০, মার্চ ২০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় বনি আমিন (২৫) নামের ওই ব্যবসায়ীকে কুপিয়ে ফেলে যায়। স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বনি আমিন উপজেলার নীলগঞ্জ গ্রামের মো. আমির হোসেনের ছেলে। সে নীলগঞ্জ ইউনিয়নের নেভিক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার ব্যবসায়ীক পার্টনার। যুবকের স্বজন রীনা বেগম জানান, সজীব নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা পূর্বপরিকল্পনা অনুয়ায়ী তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তারা আইনের আশ্রয় নেবেন। তবে অভিযুক্ত সজিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’