এফডিএ”র উদ্যোগে বিশেষ চক্ষু ক্যাম্প(ছানি অপারেশন) অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪০, মার্চ ২০ ২০২১ মিনিট

জিহাদুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি।। চরফ্যাশনে পিকেএসএফ'র অর্থায়নে আসলামপুর শাখা অফিসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কার্যক্রমের আওতায় বিশেষ চক্ষু ক্যাম্প (ছানি অপারেশন)-২০২১ইং অনুষ্ঠিত হয়েছে। পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)র বাস্তবায়নে ২০ই মার্চ শনিবার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২৫০ জন মানুষকে বিনামূল্যে চোখের বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, সহ , বিভিন্ন রোগ শনাক্তকরণ, বিনামূল্যে ঔষধ বিতরণ, চশমা বিতরণ সহ ছানি রোগ শনাক্ত করে সংস্থার অর্থায়নে বরিশাল ইসলামিয়া ইস্পাহানি চক্ষু হাসপাতালে অপারেশনের উদ্যোগ গ্রহণ করেন। প্রসঙ্গত, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) উদ্যোগে বিগত দিনে ৭০০ জন রোগীকে ছানি অপারেশন সেবা প্রদান করা হয়েছে। পরবর্তীতে চিকিৎসা সেবা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের পক্ষে বক্তব্য রাখেন আসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে আলম মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন এফডি'র নির্বাহী পরিচালক কামাল উদ্দিন,এফডিএ'র সিনিয়র কো-অর্ডিনেটর সংকর চন্দ্র দেবনাথ, চীপ একাউন্টেড জহিরুল ইসলাম,এফডিএ সংস্থার মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, সমাজকর্মী সিরাজুল ইসলাম নওয়াব কাজী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।