তথ্য গোপন করায় ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল, পরে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক॥ হত্যা মামলায় যাবজ্জীবন সাজার তথ্য গোপন করায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জামাল মৃধার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়ন বাছাইয়ের পর বের হওয়ার সাথে সাথে জামালকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২০ মার্চ) জামালকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছেন গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান।
শুক্রবার বিকেলে গ্রেফতার হওয়া জামাল মৃধা বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আবুল কাসেম মৃধার ছেলে। ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে (মেম্বর) প্রার্থিতা করতে সাজার বিষয়টি গোপন করে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন তিনি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা পলাশ সরদার জানান, গতকাল শুক্রবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। বিকেল ৫ টার দিকে জানতে পারি হত্যা মামলায় জামাল মৃধার যাবজ্জীবন সাজা রয়েছে। তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করি। এরপর নির্বাচন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি থানা পুলিশকে খবর দিলে তারা কার্যালয়ের সামনে থেকে জামালকে গ্রেফতার করে।
১৯৮৮ সালে ধান কাটা নিয়ে সংঘর্ষে বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়ার বাসিন্দা শাহ আলম সরদার নিহত হন। এ ঘটনায় জামাল সহ বাসুদেবপাড়ার ১১ জনকে আসামি করা হয়। মামলার পরপরই জামাল পালিয়ে বাহরাইন চলে যান। ১৯৯৫ সালে বাহরাইন থাকাকালীন সময় বরিশালের জজ আদালত জামাল সহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
২০১৮ সালের মাঝামাঝি সময় দেশে ফিরে এসে জামাল আদালতে আত্মসমর্পণ করলে তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানো হয়। ওই বছরের নভেম্বর মাসে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।
এরপর কয়েক দফায় আদালতে করে জামিনের মেয়াদ বাড়িয়ে ছিলেন। ২০২০ সালের মে মাস পর্যন্ত তার জামিনের মেয়াদ ছিল। ওই সময় করোনার কারণে আদালত বন্ধ থাকায় তিনি জামিনের মেয়াদ বাড়ানোর সুযোগ পাননি বলে পুলিশ জানিয়েছে।