বরিশালে সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্মদিন পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৫, মার্চ ২০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে কেক কেটে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মহানগর ও জেলা জাতীয় পার্টির উদ্যোগে শনিবার বাদ জোহর নগরীর সদর রোডের বায়তুল মোকাররম মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মোনাজাত শেষে মুসুল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এরপর অশি^নী কুমার হলের সামনে কেক কেটে এরশাদের ৯১তম জন্মদিন উদযাপন করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহমান পারভেজ, জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আব্দুল জলিল এবং মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।