নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল শের-ই মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অনিক বনিককে ৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় মোড়ে নগর গোয়েন্দা পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে ৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। অনিক বরিশাল নগরীর ভাটিখানার বাসিন্দা। তিনি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রাইভেট প্রাকটিস করেন।
মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের এসআই খায়রুল আলম জানান, ৪ বোতল ফেনসিডিলসহ আটক ডা. অনিক বনিককে মেট্রোপলিটনের বন্দর থানায় সোপর্দ করে ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও এসআই আশীষ পাল জানান, আসামি চিকিৎসক অনিক বনিক অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কারণে তাকে আদালতে সোপর্দ করা হয়নি।