নিজস্ব প্রতিবেদক॥ ভোলা সদর উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ বিপ্লব (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদর পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সদর থানার কালিখোলা পৌর ৫ নং ওয়ার্ডের মৃত বিমল চন্দ্র দের ছেলে।
গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি ফোর্স পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব নামে এক যুবককে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।