ভোলায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দেশ জনপদ ডেস্ক | ২১:০৯, মার্চ ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলা সদর উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ বিপ্লব (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদর পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সদর থানার কালিখোলা পৌর ৫ নং ওয়ার্ডের মৃত বিমল চন্দ্র দের ছেলে। গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি ফোর্স পৌরসভা ৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব নামে এক যুবককে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।