বানারীপাড়ায় ৭ ইউপিতে ২৪ জন সতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দেশ জনপদ ডেস্ক | ২১:০১, মার্চ ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষীত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জাতীয়তাবাদীদল বিএনপি অংশ গ্রহন না করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন অনেক। বরিশালের বানারীপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের বিপরিতে ২৪ জন সতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ গ্রহনের জন্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বাইশারী ইউপিতে ৭জন। তারা হলেন সামসুর রহমান, খোকন সিকদার, তাজেম আলী হাওলাদার, মো. আবুল কালাম হাওলাদার, মো. সালাউদ্দিন মিন্টু, মো. খায়রুল আলম ও এ কে আজাদ। বিশারকান্দিতে মো. জাকির হোসেন, আলাউদ্দিন বাবুল, মোয়াজ্জেম ও ওমর ফারুক। চাখারে বর্তমান চেয়ারম্যান খিজির সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, আইয়ুব সিকদার, মো. মামুন সিকদার। উদয়কাঠিতে সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মামুন-উর-রশিদ স্বপন এবং রাশিদুল হাসান মিলন। ইলুহারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুস ছালাম ও আবুল বাশার বাদশা। সলিয়াবাকপুরে কাজী হাফিজুর রহমান ও মো. শফিকুল ইসলাম দুলাল তালুকদার। সদর ইউনিয়নে আবুল কালাম আজাদ ও মু মুনতাকিম লস্কর কায়েস। এদিকে ৭ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৫৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৫ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।