উজিরপুরে ৫ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দুই বিদ্রোহী সহ ১৮জন প্রার্থীর মনোনয়ন দাখিল

দেশ জনপদ ডেস্ক | ২০:৪০, মার্চ ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরিশালের উজিরপুরে উৎসব মূখর পরিবেশে ১ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, ইসলামী আন্দোলন, ওয়ার্কার্স পার্টি ও আওয়ামীলীগের বিদ্রোহীসহ ১৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে সাতলা, বড়াকোঠা, শোলক ইউনিয়নের প্রার্থীরা উপজেলা রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলিমুদ্দিন ও একই সাথে জল্লা, ওটরা ইউনিয়নের প্রার্থীরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। সাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের শাহিন হাওলাদার(নৌকা), ইসলামী আন্দোলনের মো: মোজাম্মেল হক বালী(হাত পাখা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন(স্বতন্ত্র), হাফিজুর রহমান(স্বতন্ত্র), লিটন সরদার(স্বতন্ত্র), আবু তাজিন মোল্লা(স্বতন্ত্র), সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন, সাধারন সদস্য পদে ৪৩জন। ওই ইউনিয়নে ভোটার ২১ হাজার ৩শত ৬৯ জন। বড়াকোঠা ইউনিয়নের চেয়ারম্যানে পদে মনোনয়ন দাখিল করেন আওয়ামীলীগের মো: শহিদুল ইসলাম(নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: মোস্তাফিজুর রহমান(হাত পাখা), বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ফিরোজ (স্বতন্ত্র), ওর্য়াকার্স পার্টিনেতা মো: রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য পদে ১০জন ও সাধারন সদস্য পদে ৩৭জন। ওই ইউনিয়নে ভোটার ২৪ হাজার ৫০৪ জন। শোলক ইউনিয়নে চেয়ারম্যান পদে, আওয়ামীলীগের সরদার আবদুল হালিম(নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: শফিকুল ইসলাম স্বপন(হাত পাখা), সংরক্ষিত নারী সদস্য পদে ১০জন, সাধারন সদস্য পদে ৩২জন। ওই ইউনিয়নে ভোটার ২২ হাজার ৭শত ১৯ জন। ওটরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আ: খালেক রাড়ী(নৌকা), ওর্য়াকার্স পার্টির নেতা ফিরোজ খান(স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আ: মান্নান মোল্লা(হাত পাখা), সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন, সাধারন সদস্য পদে ৪১জন। ওই ইউনিয়নে ভোটার ২৩ হাজার ৮১ জন। জল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগে বেবী রানী দাস(নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী উর্মিলা বাড়ৈ(স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: নাসির উদ্দিন মল্লিক(হাত পাখা)। সংরক্ষিত নারী সদস্য পদে ১১জন, সাধারন সদস্য পদে ৩৯জন। ওই ইউনিয়নে ভোটার ২০ হাজার ১শত ৯৭ জন। ৫ ইউনিয়নের প্রার্থীদের যাচাই বাছাই ১৯ শে মার্চ শুক্রবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হবে, প্রার্থীতা প্রত্যাহার ২৪ শে মার্চ, ভোট গ্রহন ১১ এপ্রিল। ৫ ইউপিতে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৮ শত ৫০ জন। পুরুষ ভোটার ৫৭ হাজার ২ শত ৭ জন, মহিলা ভোটার ৫৪ হাজার ৬ শত ৫৩ জন। মোট ভোট কেন্দ্র ৪৭টি। উপজেলা রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলিমুদ্দিন জানান, কোভিড-১৯ এর কারনে ইউনিয়ন ভাগ করে পৃথক পৃথক স্থানে সুষ্ঠভাবে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করা হয়েছে। এসময় তিনি প্রার্থীদেরকে সুষ্ঠ ও সুন্দর নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দেন।