নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে শতাধিক ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার দিনভর পৌর মেয়র ও উপজেলা আ‘লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌর এর নির্দেশে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, কাউন্সিলর শফিকুর রহমান, মতিয়ার রহমান মিলন, হারুণ অর রশিদ, সেনেটারী কর্মকর্তা রাম কৃষ্ণ সাহা, বস্তি উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, উচ্ছেদ অভিযানের আহবায়ক শাহ আলম, সদস্য ফারুক, নান্না মিয়া, কামরুল আহসান, ফজলুল হক প্রমূখ।
পৌর সচিব মো. হারুন অর রশিদ জনান, পৌর শহরের সদর রোড, ফার্মেসী রোড, কাপুড়িয়া পট্টিসহ বিভিন্ন অলি-গলিতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ভাসমান দোকান বসিয়ে এবং কিছু দোকান মালিক অবৈধ ভাবে পাকা স্থাপনা মূল সড়কের মধ্যে বাড়িয়ে দেয়। যে কারনে সড়ক সংকুচিত হয়। জন সাধারনের চলাচল ও নির্বিগ্নে গাড়ি চলাচলের জন্য পৌর মেয়র অবৈধ স্থাপণা উচ্ছেদের নির্দেশ দেন।