উপ-সচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তা বদলি

দেশ জনপদ ডেস্ক | ১৭:১৪, মার্চ ১৬ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ॥ সরকারের উপ-সচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপ-পরিচালক করা হয়েছে। এসব কর্মকর্তার মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)। বাকি একজন রংপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার।