বরিশালে বুদ্ধি প্রতিবন্ধীর বিয়ে নিয়ে ঘটকদের নয়-ছয়

কামরুন নাহার | ২৩:০২, জানুয়ারি ৩১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ কাজীরহাটের লতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামের হাবিব তালুকদারের মেয়ে তানভিন (২৪) বুদ্ধি পতিবন্ধি হওয়ার একই গ্রামের ৩ ঘটক আয়নাল মৃধার ছেলে গরু ব্যবসায়ী জামাল মৃধা, জলিল সরদারের ছেলে সেন্টু সরদার, চান মিয়ার ছেলে সহিদ মিয়া ঘটকালী করে মেয়ের মা রোকসানার নিকট হতে নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে মেয়ের বিবাহ সম্পর্ন করলেও রহস্য জনক ভাবে কাবিন থেকে বঞ্চিত হয় বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি। রোকসানা অভিযোগ তুলে জানায়, প্রায় ৩ মাস পূর্বে ঘটক ৩ জন আমার বাড়ী এসে প্রস্তাব দেয় ঘটক সেন্টুর খালাতো ভাই দুলাল বেপারীর ছেলে রিপনের সাথে বিবাহ হবে। উভয় রাজি হওয়াতে লতা ইউনিয়নের রেজিষ্ট্রেকৃত নিকাহ মোঃ শাহজাহানের মাধ্যমে এক লক্ষ ত্রিশ হাজার টাকায় দেন মোহরানা ধার্য্য ধরে ইসালী শরিয়ত ভাবে বিবাহ হয়। বিবাহর শেষে জামাতা রিপন আমাদের বাড়ী এসে ৩ দিন রাত্রি যাপন করে চলে যায়। এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রাখেনা। আমি ঘটকদের কাছে বিবাহর আলেচনা করতে গেলে ঘটক জামাল মৃধা প্রকাশ্য হুমকি দেয়। অবশেষে বিষয়টি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল ও ইউপি সদস্য তাজুল ইসলামকে অবগত করলে ঘটকরা আরো ক্ষেপে যায়। মেয়ে রোকসান জানায়, ঘটনা সত্য আমি অন্তঃসত্বা হয়ে পড়লে আমার গর্ভ নষ্ট করে ফেলে। ঘটক সেন্টুর সাথে আলাপ করলে তিনি তার খালাতো ভাই স্বিকার করে বলে যৌতুক বাবদ ১২ হাজার টাকা দিয়েছে। খালাতো ভাই ৩ টি বিবাহ করছে তার সন্তানও আছে । বিবাহ’র কথা স্বিকার করে কিন্তু কাবিনের বিষয়টি জানেনা বলে জানায়। গরু ব্যবসায়ী ঘটক জামাল মৃধার সাথে আলাপ করলে সে মুচকি হাসি দিয়ে বলে, আপনারা সাংবাদিক আমি পরে দেখা করবো। ইউপি সদস্য তাজুল ইসলামের সাথে আলাপ করলে তিনি জানায়, বিষয়টি আমাদের বাড়ীর বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে নিয়ে এভাবে করবে এবং মেয়ের মায়ের নিকট হতে পঞ্চাশ হাজার টাকা কি কারনে নিয়েছে আমি আইনগত ব্যবস্থায় যাবো। জামাতা রিপনের মুঠো ফোনে ০১৭০৬৫৭৪৪২৯ কল করলে তার নিকট জানতে চাইলে তিনি জানায়, আমাকে নগদ দুই হাজার টাকা দিয়েছে। ঢাকা শ্যামপুর সিএনজি চালাই আমার বউ আছে বিদেশ থাকে ২ সন্তান আছে তবে বিবাহর কথা স্বিকার করে। নিকাহ কাজী শাহজাহানের নিকট জানতে চাইলে বিবাহর কথা স্বিকার করে বলে রেজিস্ট্রী হয়নী বলে জানায়। কাজীরহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলামের সাথে আলাপ করলে তিনি জানায়, বিষয়টি আমাকে অবগত করা হয়েছে আমি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থ্যা নেব।