বানারীপাড়ায় গৃহহীনদের ঘরের ইট আত্মসাতের অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ১৫:৪১, মার্চ ১৬ ২০২১ মিনিট

বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়া উপজেলার সৈয়দকঠী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নানের বিরুদ্ধে ইন্দের হাওলা গ্রামে গৃহহীনদের জন্য নির্মিতব্য ঘরের প্রায় আড়াই হাজার ইট আত্মসাতের উদ্দেশ্যে সরিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার অন্যত্র সরিয়ে নেয়ার সময় স্থানীয়রা বাঁধা দেয়। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, আবাসনের কেয়াটেকার রঞ্জনের বাড়ীর পিছনে নিয়ে ওই ইট রেখে দেয়া হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান জানান, আশ্রয়নের ঘর নির্মাণ কাজ শেষ হওয়ায় উদ্বৃত্ত ভাংগা ইট ও খোয়া রঞ্জনের কাছে রাখা হয়েছে বলে শুনেছি। তবে দেখিনি। এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মোহাসিন উল ইসলাম জানান, আশ্রয়নের ১০টি ঘরের কাজ সম্পন্ন শেষ হলে কিছু অতিরিক্ত আধলা ও খোয়া এক জনকে হেফাজতে রাখতে দেয়া হয়েছে।