বরিশালে ৬ ইউপিতে নৌকা পেলেন যারা

দেশ জনপদ ডেস্ক | ১৫:৪০, মার্চ ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ইউপিতে বরিশাল বিভাগে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণ করা হয়েছে। গতকাল গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে এ মনোনয়ন প্রদান করা হয়। নৌকা প্রতীক মনোনয়ন প্রাপ্তরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে আবু হানিফ খান, নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে হুমায়ুন কবির, বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নে হুমায়ুন কবির, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে মীর আসাদুজ্জামান, পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নে মিজানুর রহমান এবং ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে মিঠু সিকদার। গত শুক্রবার গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। তখন ৬৩টি ইউনিয়ন ছাড়া সবগুলো ইউপির প্রার্থী চূড়ান্ত করে বৈঠক মুলতবি করা হয়। গতকাল সোমবার বাকি ৬৩টি ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়।