গৌরনদীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৪, মার্চ ১৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে ভোক্তা অধিকার বিষয়ক বিভিন্ন আইন সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ভোলা সাহা, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব, আনিছুর রহমান, কাজী আল আমীনসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।