আমতলীতে ১৪৪ ধারা জারি!

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৯, মার্চ ১৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের গোছখালী বাজারে আওয়ামীলগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও একই দলের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রর্থীর একই জায়গায় একই সময় সভা আহবান করায় শান্তি ভংঙ্গের আশংকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। জানা গেছে, গুলিশাখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে না পাওয়ায় সোমবার বিকেল ৩ টায় গোছখালী বাজারে এক মতবিনময় সভার আয়োজন করে। আয়োজনকে সফল করতে রবিবার বিকেল ৩টা থেকে এলাকায় তিনি মাইকিংও করেন। সোমবার সকাল থেকে একই জায়গায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী যুবলীগের সদস্য এ্যাডভোকেট এএইচ এম মনিরুল ইসলাম মনি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়ার জন্য গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ ওই একই জায়গায় মনিকে সংবর্ধনা দেওয়ার জন্য সভার আয়োজন করে। সভা সফল করার জন্য গুলিশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কামাল মৃধার নামে সোমবার সকাল থেকে এলাকায় মাইকিংও করা হয়। একই জায়গায় দুই গ্রুপের সভা ডাকার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এবং সেখানে শান্তি ভংঙ্গের আশঙ্কা দেখা দেওয়ায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সোমবার সকালে এক আদেশে ১৪৪ ধারা জারি করেন। সোমবার দুপুর ১২ টা থেকে মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত গোজখালী বাজরের সভাস্থল এবং এর আশপাশের ২শ’ গজের মধ্যে সকল ধরনের সভা সমবাশে নিষিদ্ধ ঘোষণা করেন। বর্তমান চেয়ারম্যান ও গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, আমি আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে সোমবার বিকেল ৩টায় গোছখালী বাজারে এক মতবিনময় সভার আয়োজন করি। আমার সভা বানচাল করার জন্য আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাডভোকেট এএইচএম মনিরুল ইসলাম মনি ইউনিয়ন যুবলীগের নামে এক সংবধর্না সভার আয়োজন করেছে। আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমার মতবিনয় সভা না করার সিদান্ত নিয়েছি। গুলিশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কামাল মৃধা বলেন, এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় সোমবার বিকেল ৩টায় গোছখালী বাজারে ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নামে আমরা এক সংবর্ধনা সভার আযোজন করেছি। যেহেতু সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই আমরা আমাদের সংবর্ধনা সভা স্থগিত করেছি। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাভোকেট এএইচএম মনিরুল ইসলাম মনি বলেন, আমি নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ায় ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ গেছখালী বাজারে এক সংবর্ধনা সভার আয়োজন করেছে। সেখানে আওয়ামীলীগের সম্ভাব্য বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ্যাডভোকেট নুরুল ইসলাম পাল্টা সভার আয়োজন করেছে। এটা কারো কাম্য নয়। তাছাড়া সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের সভা স্থগিত করেছি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার জানান, গুলিশাখালী ইউনিয়নের গোছখালী বাজারে একই সময় একই স্থানে দুই গ্রুপ সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখানে আমার নেতৃত্বে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সতর্ক রয়েছি। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, গুলশাখালী ইউনিয়নের গোছখালী বাজারে দুই গ্রুপ একই জায়গায় একই সময় সভা আহবান করায় শান্তি ভংগের আশঙ্কা দেখা দেয়। তাই সোমবার বিকেল ৩ টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত গোছখালী বাজারের সমাবেশ স্থল এবং এর আশপাশের ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করি। আশা করি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।