রিপোর্ট দেশ জনপদ॥ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পেটে মিলল ৭ হাজার ৯৯০ পিস ইয়াবা। যার বাজারমূল্য চল্লিশ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মো. সফিকুল আলম (৪২) ও মো. শাহজাহান মিয়া (২১)।
আজ রবিবার সন্ধ্যায় বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে প্রায় ১২ ঘণ্টা পরে তাদের পেট থেকে ১৬০ প্যাকেট ইয়াবা বের করে আনা হয়। বস মিলিয়ে তাদের কাছ থেকে ৭ হাজার ৯৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বিমানবন্দর থানায়।