চরফ্যাসনে ৮টি চোরাই গরু উদ্ধার
জিহাদুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাসনের দুলারহাটে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। একটি চোর চক্র ইঞ্জিন চালিত ট্রলারে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এসব চোরাই গরু উদ্ধার করে দুলারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এসময় চোর চক্রটি স্থানীয়দের ধাওয়ায় ট্রলারসহ পালিয়ে যায়। রবিবার (১৪ মার্চ) উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড খাছির খাল এলাকা থেকে এসব চোরাই গরু উদ্ধার করা হয়।
দুলারাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বলেন, ৮টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। চক্রটিকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।