লালমোহনে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের কব্জি কর্তন
নিজস্ব প্রতিবেদক॥ মোবাইল ফোন নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলায় জসিম উদ্দিন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের কব্জি কেটে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১২ মার্চ) বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের কক্সবাজারের মোড়ে এ ঘটনা ঘটে।
আহত জসিমকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তিনি চরভূতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে চরভূতা ইউনিয়নের মাদরাসা বাজারের নুরু মোবাইলে কল দিয়ে জসিমকে দেখা করতে বলেন। নুরুর কথামতো ওই বাজারে যান জসিম। এ সময় দু’জন কথা বলতে বলতে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নুরুসহ কয়েকজন ধাওয়া করে জসিমকে একটি ফসলি জমির মধ্যে ফেলে দেন। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হাতের কব্জি কেটে পালিয়ে যান তারা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, একটি মোবাইল ফোন নিয়ে জসিম ও নুরুর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে এমন সহিংস ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।