বরিশালে ১ হাজার টাকার দুই বান্ডিল টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলো কিশোর

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৮, মার্চ ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর কাউনিয়া ভাটিখানায় ১ হাজার টাকার ২ টি বান্ডিল কুড়িয়ে পেয়ে কাউনিয়া থানায় জমা দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলো স্থানীয় দোকানী স্বপন দেবনাথের ছেলে রাহুল দেবনাথ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভাটিখানা আবগারির সামনে বাংলাদেশ ব্যাংকের সীলযুক্ত পিনআপ করা ১ হাজার টাকার ২টি বান্ডিল দেখতে পেয়ে এলাকার বড়ভাইদের খবর দেন রাহুল দেবনাথ। পরবর্তীতে টাকার বান্ডিল ২ টি কাউনিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) মিরাজের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। এ ব্যপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, ভাটিখানা থেকে ২ টি ১ হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার করা হয়েছে। টাকার পরিমান নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে। টাকার মালিককে খুঁজে পাওয়া গেলে টাকাগুলো তার কাছে হস্তান্তর করা হবে।