আবারো তীব্র তাপমাত্রায় অস্ট্রেলিয়ায় দাবানলনের আশঙ্কা

কামরুন নাহার | ০১:৩৪, জানুয়ারি ৩১ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ অস্ট্রেলিয়ায় তীব্র তাপমাত্রার কারণে ফের দাবানল ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বাসিন্দা এবং দমকল কর্মীরা দাবানল প্রতিরোধে ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। দাবানলের কারণ অনুসন্ধানে গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করেছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশটির বিভিন্ন রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়িয়েছে। আজ শুক্রবার নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যে নতুন করে দাবানল ছড়াতে পারে। গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দাবানলে এই পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। এছাড়াও এই দাবানলে পুড়ে গেছে দেশটির এক কোটি ত্রিশ লাখ একর জমি।