নিজস্ব প্রতিবেদক॥ সন্ধ্যা নামলেই পটুয়াখালীতে মশার উৎপাত বেড়ে চলছে। মশার কয়েল, স্প্রে কিংবা কোনো কিছুতেই মুক্তি মিলছে না পৌরবাসীর। তবে মশক নিধনে এখানো কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকা। গত এক দশকে এই এলাকাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ হিসেবে গড়ে উঠেছে। এখানকার অলি-গলির ড্রেনগুলো পরিণত হয়েছে মশার অভয়ারণ্যে। ড্রেনের আটকে থাকা পানিতে মশার লার্ভা কিলবিল করছে। শুধু সবুজবাগ এলাকাই নয়। শহরের প্রতিটি এলাকায় ড্রেন, জলাশয়, আটকে থাকায় পানিতে দেখা মিলছে মশার।
স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, ‘সন্ধ্যার আগে দরজা-জানালা বন্ধ করে বাসার ধুপ দিয়ে কয়েল জালিয়ে রাখি তাতেও মশা থেকে নিস্তার মেলে না।’
পটুয়াখালী পৌরসভার মশক নিধনের দায়িত্বে থাকা (বস্তি উন্নয়ন কর্মকর্তা) ভবানী শংকর বলেন, ‘মশা নিধনের জন্য ইতিমধ্যে পর্যাপ্ত ওষুধ সংগ্রহ করা হয়েছে। প্রতিদিন সকালে লার্বিসাইড এবং বিকেলে ফগিং করা হবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে মশার উৎপাত কমতে শুরু করবে।’