পিরোজপুরে মেয়র কাপ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দেশ জনপদ ডেস্ক | ২০:৩৯, মার্চ ১০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরে মেয়র কাপ টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর ক্রিকেট একাডেমির আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর পৌর সভার মেয়র মো: হাবিবুর রহমান মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর ক্রিকেট একাডেমির সভাপতি নুরুল হুদা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, মেয়র কাপ টেপ টেনিস ক্রিকেট টুনামেন্টের আয়োজক কমিটির আহবায়ক ফয়সাল মাহবুব শুভ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন পিরোজপুর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক আজমল হুদা নিঝুম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে এবং মাদকমুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই। মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে ক্রিকেট টুর্নামেন্টের এ উদ্যোগ প্রশংসার দাবী রাখে। এ টুর্নামেন্টে জেলার ২৪ টি দল অংশ গ্রহণ করছে।