নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় লাইনে দাঁড়িয়ে বয়স্কভাতা তুলতে গিয়ে ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আব্দুল মালেক খান (৭৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে বরিশাল-ভোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেক খান সদর উপজেলার চরগোপালপুর এলাকার মৃত জুলমত খানের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, বেলা ১১টার দিকে সোনালী ব্যাংক সাহেবেরহাট শাখার সামনে লাইনে দাঁড়িয়ে বয়স্কভাতা উত্তোলনের জন্য অপেক্ষা করছিলেন বৃদ্ধ মালেক খান। ভাতা উত্তোলনকারীদের দীর্ঘ লাইন বরিশাল-ভোলা সড়কে গিয়ে ঠেকেছিল। মালেক খান ওই সড়কের পাশে লাইনে দাঁড়ানো ছিলেন। এ সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলি মালেক খানকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মালেক মারা যান।
তিনি আরও বলেন, নিহত মালেক খানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ট্রলিচালককে আটকের জন্য পুলিশ চেষ্টা করছে।