পটুয়াখালীতে কাঠের ঘরকে এমপিওভুক্তির আবেদন

কামরুন নাহার | ০১:১৯, জানুয়ারি ৩১ ২০২০ মিনিট

পটুয়াখালী প্রতিনিধি ॥ ভবন নেই, শিক্ষার্থী নেই। এমনকি প্রতিষ্ঠানের জায়গাও নেই। এরপরও অন্যের কাঠের ঘরকে এমপিওভুক্তির আবেদন করা হয়েছে। ‘ছালেহিয়া ইবতেদায়ি মাদরাসা’ নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আবেদন করা হয়। বিষয়টি জেনে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা এক হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযাগ দেন। এরপর বিষয়টি জানাজানি হয়। গ্রামবাসীর অভিযোগ, সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামে ‘ছালেহিয়া ইবতেদায়ি মাদরাসা’ নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আবেদন করা হয়েছে। অথচ তাদের গ্রামের এমন কোনো প্রতিষ্ঠান নেই। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে কাগজপত্র তৈরি এমপিওভুক্তির আবেদন করা হয়। স্থানীয়দের একটি গ্র“প একজোট হয়ে সরকারের অর্থ হাতিয়ে নিতে এমন কাজ করেছে। সরেজমিনে দেখা যায়, দক্ষিণ শ্রীরামপুর গ্রামে ‘ছালেহিয়া ইবতেদায়ি মাদরাসা’ নামে কোনো প্রতিষ্ঠান নেই। অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আবেদন করা হয়েছে। এলাকার সাবেক ইউপি সদস্যের বাড়ির সামনে একটি নতুন কাঠের ঘর তৈরি করা হয়েছে। মূলত এটিকে মাদরাসা হিসেবে দেখিয়ে এমপিওভুক্তির আবেদন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, শ্রীরামপুর গ্রামে ‘ছালেহিয়া ইবতেদায়ি মাদরাসা’ নামে কোনো প্রতিষ্ঠান নেই। ভুয়া একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আবেদন করা হয়েছে। সেখানে কোনো ভবন নেই, শিক্ষার্থী নেই। এমনকি প্রতিষ্ঠানের জায়গাও নেই। এজন্য ওই প্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এটি তাদের ফেরত দেয়া হয়েছে।