বাকেরগঞ্জে ইয়াবাসহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জের দুধল এলাকায় অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৮। গত মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তির মো. মকবুল হোসেন (৫৫)। সে বাকেরগঞ্জের দক্ষিণ কাজলাকাঠী গ্রামের আ. বারেক মোল্লার ছেলে।
জিজ্ঞাসাবাদ শেষে আটক মকবুল হোসেনকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব-৮ এর ডিএডি মো. আল মামুন শিকদার বাদী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।