আমতলীতে ভেটেরিনারী সার্জনের বদলির আদেশ প্রত্যাহার দাবীতে মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৯, মার্চ ১০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জনের বদলী আদেশ প্রত্যাহার দাবীতে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে দুই শতাধিক উপকারভোগী খামারীরা। জানাগেছে, আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. মো. আতিকুর রহমান ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর আমতলীতে যোগদান করেন। গত দুই বছর ছয় মাসে তিনি আমতলী উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন খামারীদের নিবির ভাবে সেবা প্রদান করে আসছেন। কিন্তু গত ৭ মার্চ আকস্মিক ভাবে তাকে দশমিনা উপজেলার বদলি করেন। বুধবার দুপুরে এ বদলির আদেশ প্রত্যাহার দাবীতে দুই শতাধিক উপকারভোগী খামারী আমতলী উপজেলার পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। আমতলী ডেইরী অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক চাঁন মিয়া মল্লিকের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম, খামারী সাইদুর রহমান, সাকিল গাজী, আব্দুস ছালাম মৃধা, মো. লোকমান মুন্সি ও খোকন গাজী প্রমুখ। বরগুনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, তার বদলির আদেশ মন্ত্রনালয় থেকে হয়েছে। এখানে আমার কোন হাত নেই।