বরিশালে শো রুমে হামলা-লুটের মামলায় কারাগারে আরও ১৪
দেশ জনপদ ডেস্ক|১৮:৩২, মার্চ ১০ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর সদর রোডের অভিজাত পোশাক বিতান টপটেন শো রুমে হামলা-ভাঙচুর এবং লুটের মামলায় আরও ১৪ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্তরু বিচার আদালতের বিচারক মো. আনিছুর রহমান মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন।
জেলহাজতে প্রেরণকৃত ১৪জন হলো নগরীর কলেজ এভিনিউ এলাকার মারুফ হাসান টিটু, নিউ সার্কুলার রোডের মুহিদুল ইসলাম মুহিদ, লুৎফর রহমান সড়কের তাজিম হাওলাদার, কলেজ রো এলাকার সৈয়দ আলিফ হোসেন হিরা, শুভ শীল, বিএম কলেজের সামনের এলাকার সুখ রানা হক, কাশীপুর গনপাড়া এলাকার সুজন সিকদার, মেহেন্দীগঞ্জের আমিরগঞ্জের নাজমুল হাসান রনি ও একই উপজেলার নয়নপুর এলাকার ইকবাল হোসেন, নগরীর হাটখোলা রোডের নাদিম মাহমুদ হৃদয়, কলেজ রো এলাকার ফাহিম হোসেন, লুৎফর রহমান সড়কের আল-আমিন হোসেন সোহান, কাশীপুর মহুয়া এলাকার মিজান শরীফ এবং নগরীর কশাইখানা এলাকার নিলয় আহম্মেদ রাব্বি।
গত ৭ মার্চ শেষ বিকেলে নগরীর সদর রোডের ইমান আলী টাওয়ারের অভিজাত পোষাক বিতান টপ টেনে হামলা-ভাঙচুর এবং লুটের ঘটনা ঘটে। এ সময় ৫ হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্রয় কর্মীরা। এ ঘটনায় পরদিন ৮ মার্চ ২১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন টপ টেন শাখা ব্যবস্থাপক ইমরান শেখ। ঘটনার সময় আটক ৫ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৮ মার্চ আদালতে সোপর্দ করে পুলিশ। এদের মধ্যে রাকিব নামে একজন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তার জবানবন্দি এবং ঘটনার সময় সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ দেখে গত সোমবার রাতে আরও ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক ১৪ জনের সকলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।