কলাপাড়া-লালমোহন নৌ-রুটে লঞ্চ সার্ভিস চালু
নিজস্ব প্রতিবেদক॥ লঞ্চ সার্ভিস মঙ্গলবার উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি
পটুয়াখালীর কলাপাড়া টু ভোলার লালমোহন নৌ-রুটে লঞ্চ সার্ভিস চালু হয়েছে। এ রুটের লঞ্চ সার্ভিস মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এসময় তার সহধর্মিণী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাক্ষ ড. শহিদুল ইসরাম বিশ্বাস, পার্শ্ব র্তী উপজেলা রাঙ্গাবালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুরজ্জামান মামুন, পৌর সভার নব-নির্বাচিত কাউন্সিলর মো.লতিফ খালাসি, আবুল কালাম আজাদ, মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, এমবি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া সহ স্থানীয় অওয়ামী লীগ যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।
প্রতিদিন সকাল ৭ টায় কলাপাড়া লঞ্চ টারমির্নাল ঘাট থেকে এম এল আল সাইফান এবং এমভি মোহাব্বত এক্সপ্রেস নামে দুটি লঞ্চ ভোলার লালমোহনের উদ্দেশে ছেড়ে যাবে। আর একই সময় ভোলার লালমোহনের থেকে কলাপাড়ায় উদ্দেশে আসবে। রাঙ্গাবালীসহ বিভিন্ন পয়েন্টে ঘাট দিবে বলে কলাপাড়া লঞ্চ ঘাট ইজারাদার তানভির মুন্সি জানিয়েছেন।
এদিকে এ লঞ্চ সার্ভিস চালু হওয়ায় লালমোহন, রাঙ্গাবালী ও কলাপাড়ার ব্যবসায়ী ও জন সাধারণের মাঝে উৎসহ বিরাজ করছে।