চরফ্যাসনে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৩, মার্চ ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পরিবেশ রক্ষায় ভোলার চরফ্যাসন উপজেলায় ৩টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদিকুর রহমান। মঙ্গলবার (৯মার্চ) অভিযান পরিচালনা করে উপজেলার চর কলমী, বকসী ঘাট ও মায়া ব্রিজ সংলগ্ন আবুল হোসেনের ফরাজী ব্রিকস, জয়নালের রিফাত ব্রিকস ও রাসেল পন্ডিতের মাওয়া ব্রিকস নামের ৩টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, ইট ভাটাগুলোর কোন বৈধ কাগজপত্র নেই। তারপরে ফসলী জমি ও বিভিন্ন বাড়ি সংলগ্ন অবৈধভাবে ইটভাটা গড়ে তুলেছে। কয়লার পরিবর্তে গাছ দিয়ে ইট পোড়ানো এবং ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ নষ্ট করায় ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস কর্মী, র‌্যাব-৮ ও পুলিশ সদস্যরা।’