বরিশালে ১০ মণ চিংড়ি জব্দ, আটক তিন

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৯, মার্চ ০৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর বাজার‌ রোড থেকে ১০ মণ জেলিযুক্ত চিংড়িসহ তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। পাশাপা‌শি এক‌টি ট্রাকও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) ভোররাতে বাজার রোড আলিয়া মাদরাসা এলাকায় নৌ পু‌লিশ ও মৎস‌্য অধিদফতরের যৌথ অভিযানে এই চিংড়ি জব্দ করা হয়। আটকরা হলেন- নগরীর ভা‌টিখানা এলাকার ‌মো. আলামিন, পোর্টরোড এলাকার আব্দুল আজিজ ও জা‌হিদ হো‌সেন। এদের ম‌ধ্যে আজিজ ট্রাক চালক ও জা‌হিদ হেলপার। ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলোক চৌধুরী জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চল‌ছে। সাতক্ষীরা থে‌কে ব‌রিশা‌লের বাজারে বিক্রির জন্য এই চিংড়ি আনা হয়েছিল।