ব‌রিশা‌লে তরুনীর আত্মহত‌্যা

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩৮, মার্চ ০৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরিশালের বাকেরগঞ্জ উপ‌জেলার লক্ষ্মীপাশা গ্রােেমর খালেদা আক্তার (১৮) না‌মে এক তরুনী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত‌্যার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। রোববার গভীর রা‌তে নিজ ক‌ক্ষে ওই তরুনী আত্মহত‌্যা ক‌রে। খা‌লেদা ওই এলাকার রাজমি‌স্ত্রি ক‌বির হাওলাদা‌রের মে‌য়ে। বা‌কেরগঞ্জ থানা পু‌লি‌শের ও‌সি আলাউ‌দ্দিন মিলন প‌রিবা‌রের সদস‌্যদের বরাত দি‌য়ে জানান, ফজরের নামাজ পড়তে উঠে ঘরের লোক জন খালেদাকে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করে। এতে আশে পাশের লোকজন ছুটে এসে খালেদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ খালেদার লাশ সুরতহাল শেষে ময়নাতদ‌ন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করে। মা‌য়ের সা‌থে অ‌ভিমান ক‌রে এই আত্মহত‌্যার ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে প্রাথমিকভা‌বে জানা গে‌ছে বলে জানান ও‌সি।