পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী মিজান গ্রেফতার
দেশ জনপদ ডেস্ক|১৮:৫১, মার্চ ০৭ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের কাউখালীতে চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান মিজানকে শনিবার রাতে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সোহেল রানার নেতৃত্বে শনিবার রাতে উপজেলার চিরাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশ হাতে নাতে ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন নিলতী গ্রামের মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ছেলে মিজানুর রহমান মিজান (৪০) ও তাহার সহযোগী একই গ্রামের গ্রাম পুলিশ নজরুল ইসলাম এর ছেলে রিয়াদ হাওলাদার (২৫) ।
তাদের কাছ থেকে ৪পিচ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে ওসি নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে মামলা নং ০৫, রবিবার সকালে আসামীদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।