নিজস্ব প্রতিবেদক॥ আজ রবিবার ৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ৩.২০ মিনিটে এই ভাষন অনুষ্ঠানটি সারাদেশে একইসাথে উদ্বোধন করা হয়,
তারই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশে নগরীর ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন খান লাভলুর আয়োজনে ডিজিটাল সাউন্ড সিস্টেম ও প্রজেক্টরের মাধ্যমে ভাষন অনুষ্ঠান উদ্বোধন করেন,
১৫ নং ওয়ার্ড বটতলা এলাকার নব আদর্শ সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।