পুনঃনির্বাচন চান চরফ্যাশন পৌরসভার  সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আরজু

দেশ জনপদ ডেস্ক | ২১:৩১, মার্চ ০৪ ২০২১ মিনিট

চরফ্যাশন প্রতিনিধি।। ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছেন চরফ্যাশন পৌরসভা নির্বাচনের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী  ফাতেমা খাতুন আরজু। তিনি গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার এবং নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ এনে এ দাবী জানান। তিনি অভিযোগ করেন বলেন- ভোট চলাকালে ৫ কেন্দ্রের মধ্যে ৪ টি কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।  ৫টি মধ্যে ৪ টি কেন্দ্রে প্রথমে  আমাদের বিজয়ী ঘোষণা করে পরবর্তীতে পরাজিত ঘোষণা করেন। আমাদেরকে কেন্দ্রে ভোটের রেজাল্টশীট দেয়নি। আমাদের এজেন্টদের স্বাক্ষর নেয়নি। আমাদের ভোটারদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে ভোট দিতে না নিয়ে পুলিং প্রিজাইডিং ভোটারদের জানিয়ে দেয় আপনার ভোট হয়ে গেছে। আমাদের প্রতিপক্ষ আনারস মার্কার প্রার্থীর কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারগন কৌশলে আমাকে পরাজিত করেন। উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন- এ বিষয়ে আমাদের কিছু করার নেই। তবে প্রার্থী চাইলে আদালতে যেতে পারেন।