মোঃ দুলাল হোসাইন, নিজস্ব প্রতিবেদক॥পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা থাকা সত্তেও ইলিশ শিকারের বেপরোয়া হয়ে উঠেছে তেতুঁলিয়ার তীরবর্তী জেলেরা।
মৎস্য অফিসসূত্রে জানা যায়, ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে ইলিশ সহ সকল ধরনের ছোট মাছ ধরা নিষিদ্ধ।
চর ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীর মোহনা বগি, নিমদি, মমিনপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ ও ধূলিয়া এলাকার প্রায় ৪০ কিলোমিটারের সকল স্থানই অরক্ষিত।
শত শত জেলে নৌকা ভাসছে তেতুঁলিয়ার বুকে। জাল ফেলে নিধন করা হচ্ছে হাজারো মেট্রিক টন ঝাটকা ইলিশ। নদী তীরবর্তী এলাকার জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে এ মহোৎসবে মেতে উঠেছে ।
জেলেরা জানান, সরকারের দেয়া ত্রান চাহিদার তুলনায় অপ্রতুল। এখনই ইলিশ ধরার মূল মৌসুম।
এ সময়ই মহাজন ও দেনাদারদের পাওনা পরিশোধ করি। মহাজনের দেনা ও সন্তানদের মুখে একমুঠো ভাত জুটানোর চিন্তা করে জেল জরিমানা মাথায় রেখে ঝুঁকি নিয়েই নদীতে নামতে হচ্ছে।
বাউফল উপজেলা মৎস্য কর্মকতা অহেদুজ্জামান জানান, মাত্র ১০ জন জনবল ও দুটি ট্রলার দিয়ে জেলেদের আটকানো সম্ভব হচ্ছেনা। আমরা ইলিশ আহরণ বন্ধ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, ইলিশের বাচ্চা রক্ষা করার জন্য জেলে পল্লীতে সচেতনতামূলক সভা মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। যদি তারা না শুনে তবে ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হবে।