গৌরনদীতে গৃহবধূর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী উপজেলায় খাদিজা আক্তার বৃষ্টি (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খাদিজা ওই উপজেলার নলচিড়া গ্রামের বাসিন্দা ও বিদেশ ফেরত আবু বক্কর সরদারের স্ত্রী।
গৌরনদী থানার উপ-পরিদর্শক মো. অহিদ মিয়া জানান, খাদিজা আক্তার বৃষ্টিকে মুমূর্ষু অবস্থায় রবিবার বেলা ১১টার দিকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গৃহবধূর বাবা উপজেলার পিংগলাকাঠি গ্রামের সোলায়মান মৃধা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন বলেও জানান তিনি।