হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩০, ফেব্রুয়ারি ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকার দুলালের চায়ের দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, রোববার সকালে চরমোনাই ব্রিজ সংলগ্ন দুলালের চায়ের দোকানের বেঞ্চের উপরে মুখ বাঁধা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। কোতয়ালী মডেল থানা থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান  জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। মরদেহের পরিচয় না পাওয়ায় ছবিসহ সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।