নিজস্ব প্রতিবেদক।। বরিশালের মিডিয়া ব্যক্তিত্ব, সবার প্রিয়ভাজন সাংবাদিক মুরাদ হোসেন ইন্তেকাল করেছেন। স্ট্রোকজনিক কারণে
আজ শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুরাদ হোসেন এক যুগের বেশি সময় ধরে সংবাদপত্রের সাথে সম্পৃক্ত। বর্তমানে তিনি দৈনিক বরিশালের আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করে আসছিলেন।
বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মুরাদ জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার বরিশালে বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবেও নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি দৈনিক আজকের বার্তাসহ আরও বেশ কয়েকটি পত্রিকায় কাজও করেছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৈনিক দেশ জনপদ পত্রিকার পরিবার বর্গ ও বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।