আর্চবিশপ হলেন বিশপ লরেন্স সুব্রত হাওলাদার

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৯, ফেব্রুয়ারি ২৪ ২০২১ মিনিট

ফাদার অনল টেরেন্স ডি’কস্তা, সিএসসি ॥ বিশ্বের কাথলিক খ্র্রীষ্টানদের প্রধান ধর্মগুরু পুণ্যপিতা পোপ ফ্রান্সিস বরিশালের সন্তান বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসিকে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম আর্চডাইওসিসের আর্চবিশপ হিসেবে নিযুক্ত করেছেন। বাংলাদেশে নিযুক্ত পোপ ফ্রান্সিসের প্রতিনিধি ও ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের পবিত্র জপমালা রাণী ক্যাথেড্রাল গির্জায় এক প্রার্থনাপূর্ণ পরিবেশে আর্চবিশপ নিযুক্তির ঘোষণাপত্রটি পাঠ করেন। উল্লেখ্য যে, গত বছর ১৩ জুলাই চট্টগ্রামের আর্চবিশপ মজেস এম. কস্তা, সিএসসি মৃত্যুবরণ করেন। এরপর বিশপ সুব্রতকে পদোন্নতি দিয়ে তারই স্থলাভিষিক্ত আর্চবিশপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে বরিশাল নতুন ধর্মপ্রদেশের প্রথম বিশপ হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে তিনি ২০০৯ খ্রীষ্টাব্দ থেকে ২০১৫ খ্রীষ্টাব্দ পর্যন্ত চট্টগ্রামের সহকারী বিশপ হিসেবে সেবাদান করেছেন। বিশপ হিসেবে বিগত দিনগুলিতে তার আধ্যাত্মিকতা, মানবিকতা, পবিত্রতা, প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন ও করোনাকালীন মানবতার সেবাদানের কাজে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস সন্তুষ্ট হয়ে তাকে বিশপ থেকে আর্চবিশপ হিসেবে পদোন্নতি দিয়েছেন। ফলে তিনি চট্টগ্রামের ৬ষ্ঠ বিশপ এবং ২য় আর্চবিশপ হিসেবে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। বিশপ সুব্রত ১৯৬৫ খ্রীষ্টাব্দের ১১ সেপ্টেম্বর বরিশালের নবগ্রামে জন্মগ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর ১৯৯৪ খ্রীষ্টাব্দে পবিত্র ক্রুশ সংঘের একজন যাজক হিসেবে অভিষিক্ত হন। আর্চবিশপ হিসেবে মনোনীত হওয়ায় বরিশালবাসীসহ সকলে আনন্দিত। তার এই আনন্দের সংবাদে সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।