নিজস্ব প্রতিবেদক॥ আমতলী উপজেলার কুকুয়া গ্রামে মঙ্গলবার সকালে ফাতেমা (৩) নামে একটি শিমু কন্যা নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
জানাগেছে, উপজেলার কুকুয়া গ্রামের জাহাঙ্গির বয়াতি চট্টগ্রামের দিন মজুরের কাজ করেন। দুই শিশু কন্যা নিয়ে স্ত্রী লাইজু বেগম বাড়ীতে থাকেন।
মঙ্গলবার তার তিন বছরের শিশু কন্যা ফাতেমা মায়ের অজান্তে বাড়ীর পিছনের পুকুরে পড়ে যায়। ঘন্টাখানের পরে শিশু কন্যাকে না পেয়ে পরিবারের লোকজন খুজতে থাকে।
পরে শিশু কন্যাকে পুকুরের পানি থেকে খুঁজে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।