নিজস্ব প্রতিবেদক॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জের গুলিবিদ্ধ সাহসী সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে দৃষ্টান্ত মূলক বিচারের দাবীতে ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় চরফ্যাশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চরফ্যাশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহ কামাল, মিজানুর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিওধারণকালে হামলাকারীরা তাকে ধরে নিয়ে প্রকাশ্যে গুলি করে। এসময় তার শরীরে ২৬টি স্পিন্টারবিদ্ধ হয়। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২১ ফেব্রুয়ারী রাতে মৃত্যুর কাছে হেরে যান। সাংবাদিক মুজাক্কির হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ২০ ফেব্রুয়ারী বিএমএসএফ’র পক্ষ থেকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ঘোষণা করে। তার সাথে একমত পোষণ করে চরফ্যাশন সাংবাদিক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করেছেন।