নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার বলেশ্বর নদী থেকে এক টাকা দামের একটি বরশি দিয়ে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ শিকার করেছেন কবির নামে এক ব্যক্তি। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বলেশ্বর নদীর পদ্মা সুইচ এলাকা থেকে মাছটি ধরা হয়। পরে মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
এ বিষয়ে কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বরশি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আমি বরশি ফেলে রেখেছিলাম। সকাল ৬টার দিকে বরশি তুলতে গিয়ে দেখি বিশাল মাছটি বড়শিতে ধরা পড়েছে। এক টাকা দিয়ে বরশি কিনে এতো বড় মাছ পেয়ে খুব ভালো লাগছে।
দুপুরে মাছটির ক্রেতা ইউনুস বলেন, মাছটি আমি ২৯ হাজার টাকায় কিনে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কেটে বিক্রি করার জন্য নিয়েছি। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছেন।