নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল জেলার গৌরনদী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২) ফেব্রয়ারী সোমবার সকাল ১১টায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌরসভা থেকে টানা তৃতীয় বার নির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমান সহ নব-নির্বাচিত নয়জন সাধারণ কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন।