রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির রাজাপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রের সভাকক্ষে চল্লিশ জন অসহায় ও দুঃস্থের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার এ চেক বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশনের পরিচালক মো. মনিরউজ্জামান মনির।
এ সময় রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদাক রিয়াজ উদ্দিন মাতুব্বর সহ স্থানীয় আ.লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।